শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর সোনাগাজীতে টিউবওয়েল চেপে পানি তোলা নিয়ে কথা কাটাকাটির জেরে ভাসুরের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বিউটি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
বুধবার বিকেলে সোনাগাজী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বিউটি আক্তার ওই এলাকার কাতার প্রবাসী নূরুল হুদার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সাবেক কমিশনার মোস্তফার বড় ছেলে তোতা মিয়ার সঙ্গে ছোট ছেলে নূরুল হুদার স্ত্রী বিউটি আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। বুধবার বাড়ির টিউবওয়েল থেকে পানি তোলা নিয়ে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, ভাসুর তোতা মিয়ার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিউটি আক্তার। এক পর্যায়ে তাকে একের পর এক ঘুসি মারতে শুরু করেন তোতা মিয়া। এরপর বিউটি আক্তারকে বাড়ির একটি ঘরে আটকে রাখেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার রাতেই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ। তোতা মিয়া আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply