রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের ডাসারে বিয়ে করাতে রাজি না হওয়ায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ওই সময় মাকে বাঁচাতে ছুটে এলে বাবাকেও আহত করে সে। এ ঘটনায় অভিযুক্ত রথিন জয়ধরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ডাসারের নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনেকা জয়ধর ওই গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, সোনেকা জয়ধরকে দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলছিল রথিন জয়ধর। কিন্তু তিনি রাজি না হওয়ায় এ নিয়ে মা-ছেলের মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার বিকেলে বিয়ে নিয়ে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রথিন জয়ধর ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে মা সোনেকাকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তাকে বাধা দিতে গেলে বাবা রাধেশ্যাম জয়ধরকেও পিটিয়ে গুরুতর আহত করে রথিন।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, সোনেকা জয়ধরের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা রথিন জয়ধরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Leave a Reply