শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
কলাপাড়াপ্রতিনিধি:কলাপাড়ায় রাস্তা মেরামতের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের মৃধা বাড়ির জামে মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর গিলাতলা যাবার পথে হোন্ডা চালক মামুন মৃধা’র কাছে চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে না চাইলে ইউপি সদস্য রাসেল মৃধার নেতৃত্বে বাচ্চু মৃধা, বাবু মৃধাসহ ৪-৫ জনের চাঁদাবাজ চক্র হোন্ডা চালক মামুনকে বেধরক মারধর করে জখম করে। চাঁদাবাজদের মারধরে তার ডান হাত ভেঙ্গে যায়।
এসময় তার সঙ্গে থাকা দেড় লাক্ষ টাকা জোড় পূর্বক ছিনিয়ে নেয়। এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গুরুত্বর আহত মোটরসাইকেল চালককে এলাকাবাসী উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পশ্চিম লোন্দা থেকে গিলাতলা সড়ক পথে চলাচলের জন্য হামজায় প্রতি ২ হাজার টাকা, টমটম ৫শত টাকা, মোটরসাইকেল ৫০ থেকে ১০০ টাকা নেয় বলে অভিযোগে জানাযায়।
আদর মৃধা ও সোহেল মৃধা জানান, দেড় লক্ষ টাকা কোয়েল মৃধার কাছে পৌঁছে দেয়ার জন্য বাড়ির লোকজন মোটরসাইকেল চালক মামুন মৃধার কাছে দেয়। পথে যাবার সময় এ ঘটনা ঘটে। ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল মৃধার মুঠো ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া গেলে তার বক্তব্য জানা যায়নি। ধানখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে অভিযোগ এসেছে। রাস্তা মেরামতের নামে চাঁদাবাজির কোন সুযোগ নাই। কোন ইউপি সদস্য চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Leave a Reply