মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় গলাচিপায় ১০৫ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর পটুয়াখালী জেলায় ৭নং বিপদ সঙ্কেত জারি করার সাথে সাথে লাল নিশানা টাঙিয়ে দেয়া হয়েছে। এ কারনে সকল জনগনকে সতর্ক এবং ৮ নং মহা বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য উপজেলার ১২টি ইউনিয়নে মাইকিং চালিয়ে যাচ্ছে সিপিপির স্বেচ্ছাসেবক কর্মীরা।
উপজেলার বিছিন্ন চর গুলোতে কোন আশ্রয় কেন্দ্র না থাকায় গবাদিপশুসহ সকল জনগনকে খুব দ্রুত নিরাপদ স্থানে আসতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সহ নদীতে অবস্থানরত সকলকে খুব দ্রুত তীরবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে। সাইক্লোন শেল্টার সহ উপকূলীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা প্রাশসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, জন সাধারনকে সতর্ক করতে মাইকিং চলছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Reply