মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর প্রভাবে ঝালকাঠিতে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হলেও বুধবার (২০ মে) সকালেও এটি অব্যাহত রয়েছে। বিষয়টি জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ বিষয়ে তিনি জানান, ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর প্রভাবে মঙ্গলবার রাত থেকে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং সকালেও এটি অব্যহত রয়েছে। এতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
নদীর পানি বৃদ্ধিতে জেলার কাঠালিয়া উপজেলা লঞ্চঘাট এলাকা, আউরা বাজার, জয়খালী, চিংড়াখালী, বড় কাঠালিয়া এলাকার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
এদিকে, আম্ফান মোকাবিলায় জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সেল্টারে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ ও ৪শ গবাদী পশু আশ্রয় নিয়েছে।
প্রতিটি আশ্রয় কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে অবস্থান করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ওষুধ সরবারহ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে।
এছাড়া, নদীর তীরবর্তী বাসিন্দাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়াসহ তাদের জানমাল নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও মহল্লাদার চৌকিদারসহ স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছেন।
Leave a Reply