ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক

ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক

ঘুষ গ্রহণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অফিস থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

 

জানা গেছে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ূন কবির ঘুষের ৫ লাখ টাকা নিয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করেন। পরে গোয়ান্দা সংস্থার লোকেরা জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে ঘুষের ৫ লাখ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অফিসে মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মচারীর ১ কোটি ৭ লাখ টাকার বিল আসে। এই টাকার বিল করতে অডিটর কুতুব উদ্দিনের সঙ্গে সড়ক বিভাগের কর্মচারীরা ৫ লাখ টাকা রফা-দফা করে। চুক্তিমতো প্রথম দফায় তারা ৬৪ লাখ টাকার বিল নিয়ে যায়। আজ বাকি ৪৩ লাখ টাকা নিতে যায়। চুক্তি অনুযায়ী কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকা ঘুষ দিলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে।

 

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী হুমায়ূন কবির বাদি হয়ে একটি মামলা প্রস্তুত করছেন। মামলায় অপর দুই কর্মচারী আব্দুল হাই ও নজরুল ইসলাম স্বাক্ষী হবেন।

 

 

সদর মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্ত করবে দুদক। এটি দুদকেরই এখতিয়ার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD