সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ সচেতন থাকি, সচেতন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দক্ষিনাঞ্চলের একমাত্র বৃহত্তর গরুর হাট, কসবা গরুর হাটে সচেনতামুলক ক্যাম্পেইন করা হয়েছে।
আজ সকালে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকার যুব সমাজের উদ্যোগে সচেনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদীর কৃতি সন্তান গৌরনদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আল আমিন হাওলাদার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরনদী-আগৈলঝাড়ার ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মুন্সী, মোঃ ফরহাদ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক গৌরনদী উপজেলা ছাত্রলীগ, তালুকদার মোঃ কবির, টরকী বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী তারেক মাহমুদ আলী, সোহাগ সরদার, আলামিন মোল্লা, রাসেল হাওলাদার সহ এলাকার যুব সমাজ। এ সময় তারা হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে হ্যান্ড স্যনিটাইজার ও বিনা মূল্যে মাক্স বিতরণ করেন। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে গরু ক্রয় করার জন্য অনুরোধ করেন।
Leave a Reply