রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
মোঃ মাসুদ গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মানের কাজ গুনগত মান বজায় রেখে নির্মান করতে বলায় ঠিকাদারের লোকজন কাজ ফেলে পালিয়ে গেছে। কাজের শুরুতেই বিদ্যালয় ভবনটি নির্মানে শ্রমিকরা পালিয়ে যাওয়ায় ভবনটি নির্মানে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয়কান্তি অধিকারী জানান, ৭৮ লাখ টাকা ব্যয়ে মাহিলাড়া স্কুলের ভবন নির্মানে নি¤œমানের রড ও বালু দিয়ে ভবনের গ্রেডভিমে ঢালাই করছিলো সংশিষ্ট ঠিকাদারের লোকজন। যা নিয়ে আপত্তি জানায় স্কুল কর্তৃপক্ষ। একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষের আপত্তিরমুখে নি¤œমানের সামগ্রি দিয়ে ঢালাইকৃত বেজমেন্ট ভেংগে দিতে বাধ্য হয় কর্মরত শ্রমিকরা।পরবর্তীতে সিডিউল অনুযায়ী কাজের মান বজায় রাখতে বলায় সোমবার সকালে কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদারের লোকজন।
জানা গেছে, স্কুল ভবন নির্মানের জন্য এসএইচ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সগির হোসেনের মুঠোফোনে ০১৭১৬৭৫৮২৩৫ এই নম্বরে কয়েকবার কল দিয়েও ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।ভবন নির্মানে দায়িত্বপ্রাপ্ত বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শিক্ষানবিস উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নি¤œমানের সামগ্রী দিয়ে ঢালাইকৃত গ্রেডভিম ভেংগে ফেলা হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে ভবন নির্মানের জন্য চুক্তি অনুযায়ী নির্মান সামগ্রী সরবরাহ করতে বলা হয়েছে।
Leave a Reply