বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ আজ শুক্রবার বাদ জুমা বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর আদর্শ জামে মসজিদে মরহুমা শাহানারা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি আয়োজন করেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও টরকি বন্দর বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ হারুন হাওলাদার।
মিলাদ মাহফিল অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভা স্বনামধন্য মেয়র হারিছুর রহমান হারিছ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ মাঝি, গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার খোকন শিকদার, ও ৩ নং ওয়ার্ড কমিশনার আল আমিন হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মী।
বরিশাল জেলার ১আসনের মাননীয় এমপি ও মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি মেয়র জনাব সাদেক আব্দুল্লাহর আম্মা। শাহানারা আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগীতে খুবেই ধর্মপরায়ণ ও কর্মীবান্ধব একজন সাহসী নারী ছিলেন। গত এক বছর হল তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছেন।
গৌরনদী আগৈলঝাড়া তথা বরিশালবাসি তার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে সুন্নত হিসেবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। মিলাদ মাহফিল অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেন রানু স্মৃতি সংঘের সদস্যবৃন্দরা।
Leave a Reply