শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি : গৌরনদী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করন ২০১৯ উপলক্ষে উপজেলা ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তাজনীন মুমু, কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, শিক্ষা অফিসার আব্দুল জলিল (মাধ্যমিক),
মোঃ ফয়সাল জামিল (প্রাথমিক), যুব উন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা নাসরিন, ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্দ দে, মোঃ ফারুক হোসেন, পৌর কাউন্সিলর লিটন বেপারী। সভায় ভোটার তালিকা হালনাগাদ করনে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
সিদ্বান্ত অনুযায়ি ১ মে থেকে ১৮ মে চাঁদশী, ১ মে থেকে ২৩ মে বার্থী, ২ মে থেকে ২৮ মে খাঞ্জাপুর, ২৯ মে থেকে ৩০ মে মাহিলাড়া, ৯ জুন থেকে ১৩ জুন বাজাজোর, ১৪ জুন থেকে ১৮ জুন নলচিড়া ও ১৯ জুন থেকে ২৩ জুন সরিকল ইউনিয়নে এবং ২৪ জুন থেকে ২ জুলাই পৌর এলাকায় ভোটার হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম চলবে। এলাকার বাদ পড়া সকলকে অর্ন্তক্তূক্ত হওয়ার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply