শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি: টাকাভর্তি ব্যাগ রাস্তায় পেয়ে মালিককে ফিরিয়ে দিয়ে অসাধারন সততার নজির স্থাপন করলেন বরিশালের গৌরনদী উপজেলা সদরের মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী (২৫)। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের গৌরনদী বন্দর এলাকায়।
জানাগেছে, উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ৪র্থ ছেলে মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী প্রতিদিনের ন্যায় গতকাল সকাল থেকে গৌরনদী বন্দরের নিজের মোটর সাইকেল গ্যারেজে বসে কাজ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নিজের গ্যারেজের সামনের রাস্তার ওপর কালো রংয়ের একটি অফিসিয়াল ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন।
এরপর ব্যাগ খুলে দেখেন ভেতরে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকার একটি চেকসহ মুল্যবান কাগজপত্র রয়েছে। এরপর আল আমীন খুজতে থাকেন ব্যাগের ভেতরে মালিকের কোন মোবাইল নম্বর আছে কিনা। এক পর্যায়ে একটি মোবাইল নম্বর পেয়ে সেটিতে ফোন দিয়ে আল আমীন ব্যাগের প্রকৃত মালিকেকে খুজে বের করেন। এবং পুরো টাকাসহ ব্যাগটি তার মালিককে ফিরিয়ে দেন।
জানাগেছে, ব্যাগটির মালিক মোঃ রাকিব হোসেন উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা। তিনি ফিল্ড ভিজিট শেষে মোটরসাইকেল যোগে ওই রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে ব্যাগটি রাস্তায় পড়ে যায়।
Leave a Reply