শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার।। গৌরনদীতে গাছের মুড়া উঠানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই ও ভাবী সহ ৩জন আহত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) উপজেলার টরকী বন্দর ১নং ওয়ার্ডের সুন্দরদী এলাকার খলিফা বাড়িতে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ঐ এলাকার মৃত হারুন খলিফার ছেলে রমজান খলিফা(৪০), জসিম খলিফা(২৬) ও আবদুস সত্তার খলিফার স্ত্রী মিনু বেগম(৩০)।
জানা যায়, রমজান খলিফা সড়কের পাশে তাদের কেটে নেয়া গাছের অবশিষ্ট অংশ গাছের মুড়া মাটি খুঁড়ে নেয়ার জন্য কাজ করতেছিলেন। তৎক্ষণাৎ সে গাছের অংশ নিতে বাধা প্রদান করেন রুবেল, ইমরান, বাচ্চু ও সিরাজ। তর্কের এক পর্যায়ে রমজানকে তারা মারধর করলে রায়হানকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাবী মিনু বেগম। তখন রুবেল, ইমরান, বাচ্চু ও সিরাজ তার ভাবীকেও মারধর করেন। বাঁধা দিতে এসে তাদের হামলায় আহত হন ছোট ভাই জসিম খলিফাও।
পরে এলাকার লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আফজাল হোসেন বলেন, মামলা দায়েরের পর পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply