মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদীর বার্থী এলাকায় সরকারি জমির উপর নির্মিত অবৈধ একাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে শ্রমিক নিয়ে বার্থী কালী মন্দির সংলগ্ন মহাসড়কের পাশে অবৈধ ভাবে নির্মিত আধাপাকা একটি পানের আড়ত, একটি ক্লাব ঘরসহ একাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।
এসময় আওয়ামী লীগের একটি আঞ্চলিক শাখা অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর একটি পানের আড়ত ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সি জানান পানের আড়ত তার ব্যক্তিগত ক্রয় কৃত রেকর্ডিও সম্পত্তির উপর নির্মিত, কোনরকম আগাম নোটিশ প্রদান না করে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি এটা কোন ব্যক্তিগত আক্রোশ অথবা ষড়যন্ত্রের অংশবিশেষ হতে পারে বলে ধারণা করছেন।
এ উচ্ছেদ অভিযানের সময় বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসীলদার মিশেল আল-সাদিকসহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Leave a Reply