বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন হাওলাদার (৩৫) ও হাসানাত ওরফে হাসান হাওলাদার (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।শনিবার (১৩ এপ্রিল) রাতে পজেলার উত্তর সরিকল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে ১০-এপিবিএন সদস্যরা রাত ৮টার দিকে উপজেলার উত্তর সরিকল গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের তারেক হাওলাদারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন হাওলাদার ও হাসানাত ওরফে হাসান হাওলাদারকে আটক করে।সুমন হাওলাদারের বাড়ি উপজেলার উত্তর সরিকল গ্রামে। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে। হাসানাত ওরফে হাসান হাওলাদারের বাড়িও একই গ্রামে। সে ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে।গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আজাদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply