শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ পূর্ব শত্রুতার জেরধরে ইট দিয়ে পিটিয়ে ইভান বেপারী (২২) নামের এক যুবক গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রামে।
শুক্রবার সকালে আহত ইভানের ভাই আমির হোসেন জানান, গত দুইদিন পূর্বে বাড়ির যৌথ পুকুরে মাছ ধরতে যায় ইভান।
এনিয়ে বৃহস্পতিবার দুপুরে একই বাড়ির জাকির বেপারী সাথে কথাকাটির একপর্যায়ে ও পূর্ব শত্রুতার জেরধরে ইভানের মাথায় ইট দিয়ে আঘাত করে জাকির বেপারী। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত ইভানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply