বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসচ্ছ্বল দরিদ্র ও রোজাদার পরিবারসহ সকল ধর্ম -বর্ণের পাঁচ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ‘আপনজন’ সংগঠন কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে বড়দুলালী শহীদ সুকান্ত আব্দুল্লা সড়কে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি (অপারেশন) পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান অসির সভাপতিত্বে খাদ্য বিতরন কর্মসুচির উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম। শেষে প্রতি পরিবারকে চাল ০৫ কেজি, ডাল ০১কেজি, আলু ০২ কেজি, লবন ০১কেজি, চিনি -০১কেজি, লাচ্ছা সেমাই০১ প্যাকেট।মোট পাঁচশত পরিবারকে বিতরণ করা হয়।
এ সময় সংগঠন এর সভাপতি জানান তাদের এই সহায়তা অসহায় মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে তবেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থকতা পাবে।এবং তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply