বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারনার শেষ দিন বৃহস্পতিবার নৌকার মেয়র প্রার্থীর মোঃ হারিছুর রহমানের সমর্থনে দিনভর ভোট চাইলে গলাচিপা পৌর সভার মেয়র আহসানুল হক তুহিন, ও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
পৌরসভার টরকী বন্দর, বাসষ্ট্যান্ড, গৌরনদী বন্দরসহ বিভিন্ন এলাকায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমানের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন পটুয়াখালীর গলাচিপা পৌর সভার জনপ্রিয় মেয়র আহসানুল হক তুহিন, ও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
এলাকার উন্নয়নের স্বার্থে তারা আগামি ৩০ জানুয়ারি ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য প্রার্থনা করেন। এ সময় আন্যান্যদের মধ্যে ছিলেন গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, বোরহান উদ্দিন, সদস্য সুব্রত কুমার পাল, মোঃ মমিন খান।
Leave a Reply