বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:গাজীপুরের হোতাপাড়া এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এলিগ্যান্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানা ফটকে গেলে কারখানায় তালা ঝোলানো ও ছুটির নোটিশ দেখতে পান। এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। পরে তাঁরা সংগঠিত হয়ে এক কিলোমিটার দূরের মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পোশাক মালিকদের সংগঠনগুলোর ঘোষিত চলতি মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি।
শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের ঢাকাগামী এবং ময়মনসিংহগামী উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
Leave a Reply