সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: গলাচিপায় জেলেদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ প্রায় ১৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের উত্তর পক্ষিয়া গ্রামের বেড়িবাধের বাহিরে চরে শুক্রবার শেষ বেলায়। এ ঘটনায় গুরুতর আহত ৮জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রুবেল গাজী(৩০), রতন গাজী(৪০), মোসলেম গাজী(৩৫), তহমিনা(৩৮) , ইদ্রিস হাং (৩৭) ইমরান। আর বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।
সূত্র জানায়, গলাচিপা সদর ইউনিয়নের চরখালী গ্রামের জেলে আইয়ুব মৃধা ও জাকির রামনাবাদ নদীতে জেগে উঠা চরগুলোতে মাছ ধরার সীমানা নির্ধারনের জন্য বাঁশ কুপে। এতে উত্তর পক্ষিয়া গ্রামের জেলেরা বাঁশগুলো তুলে ফেললে এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ঘ বাঁধে। এতে প্রায় ১৫জন আহত হয়।এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শ্বেদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেননি। তবে এখনই খোঁজ নেয়া হচ্ছে।
Leave a Reply