বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: শুক্রবার শেষ বেলায় গলাচিপা পৌরসভা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ছেলেধরা ও গলাকাটা নামক গুজব বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বক্তব্য রাখেন সাংবাদিক মলয় দত্ত, খালিদ হোসেন মিলটন,
পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, মো. শাহীন প্রমূখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে গলাকাটা ও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশকে অস্থিথিশীল করতে চায়। সারা দেশে প্রশাসন ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এসব অবাস্তব ও ভিত্তিহীন গুজবের কথা দেশবাসীর কাছে তুলে ধরছি।
দেশের মানুষ এখন সঠিক বিষয় বুঝতে পেরেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুজবের কোন তথ্য পেলে বা কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সাথে সাথে পুলিশের কাছে খবর পাঠানোর জন্য অনুরোধ জানায়।
Leave a Reply