রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামরগাঁও নগরনন্দী এলাকার খালের পাশে অজ্ঞাত (২৮) নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরনন্দী খালের পাশ থেকে এ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানায়, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামরগাও নগরনন্দী এলাকার খালের পাশে কে বা কারা রাতে এক অজ্ঞাত নারীকে জবাই করে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। পরে খালের পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে পুলিশ।
Leave a Reply