শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:কক্সবাজারের টেকনাফ নাফ নদীর রঙ্গিখালী পয়েন্ট থেকে দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মরদেহের কোমরে বাঁধা অবস্থায় প্রায় ৪৫ হাজার ইয়াবা পাওয়া গেছে।শনিবার সকালে সাড়ে ৯টার দিকে নাফ নদীর স্লুইস গেইটের পাশে থেকে ওই মরদেহ ও ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ থানার উপপরিদর্শক নুরুল ইসলাম মুঠোফোনে জানান, মরদেহর সঙ্গে একজনের শরীর থেকে ২৫ হাজার অপর জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
দুই জনের বয়স ২০ ও ২৫ বছর হবে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই দুই যুবক রোহিঙ্গা এবং ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ থানার ওসি (তদন্ত) এবিএস দোহা বলেন, খুব শিগগিরই এদের পরিচয় সনাক্ত করা হবে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply