রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ সদ্য সম্পন্ন হওয়া জেলা পরিষদের (বাবুগঞ্জ) সদস্য পদের উপনির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দলটি বিভক্ত হয়ে পরেছে।
তারই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার শীর্ষ দুই নেতা দলীয় কার্যালয়ে পৃথক প্রস্তুতি সভা ডেকে আলাদা কর্মসূচী ঘোষণা করেছেন। প্রথমে সাধারণ সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন শুক্রবার দলীয় কার্যালয়ে স্বপন সমর্থকদের সমন্বয়ে আলোচনা সভা ডেকে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তন ভেনু রেখে নানা কর্মসূচী ঘোষণা করেন।
অপরদিকে সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের আহবানে গতকাল শনিবার উপজেলা দলীয় কার্যালয়ে তার সভাপতিত্বে দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনকে ভেনু রেখে নানা কর্মসূচীর ঘোষণা দেন। দুই নেতার বিপরীতমুখি এমন কর্মসূচী ঘোষণায় দলীয় বড় একটি অংশ দ্বিধায় পরে গেছেন। সাধারণ কর্মীদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা আছেন দিধাদন্দে।
এব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন বলেন, প্রস্তুতি সভার জন্য সভাপতির কাছে একাধিকবার প্রস্তাব করেও কোন লাভ হয়নি। অবশেষে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লার পরামর্শ এবং অনুমতি নিয়ে গত শুক্রবার সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় তাকে উপস্থিত থাকার অনুরোধ করা সত্বেও তিনি উপস্থিত হননি।
তাছাড়া উপজেলার মূল কমিটির ৭১ সদস্য ও ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট ৯৩ জন সদস্যের মধ্যে ৫৪জনের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বৈধ প্রক্রিয়ায় ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এব্যাপারে সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, সাধারণ সম্পাদক অবৈধ প্রক্রিয়ায় প্রস্তুতি সভা ডেকেছেন। তিনি কোন মাধ্যমে তাকে প্রস্ততি সভার ব্যাপারে বলেননি এবং তার সম্মতি না নিয়ে শুক্রবার প্রস্তুতি সভা ডেকেছেন।
কার্যনির্বাহী কমিটির ৭১ সদসের মধ্যে মধ্যে ৪০জন সদস্যসহ মোট ৯৩ জন সদস্যের মধ্যে ৫৭জন সদস্যের উপস্থিতিতে তিনি প্রস্তুতি সভা সাংগঠনিক নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় আয়োজন এবং সম্পন্ন করেছেন।
Leave a Reply