বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের নৌ-ভ্রমনে নতুন মাত্রায় যোগ হয়েছে সী-ওয়াটার বাস। প্রায় ১০০ জনের ধারনক্ষমতা সম্পন্ন এ ওয়াটার বাসটি অনুষ্ঠানি ভাবে যাত্র শুরু করেছে। সী-ওয়াটার বাসটি বারো লক্ষ টাকা কেনা হয়েছে পর্যটকের বাড়তি সুবিধার জন্য।
গতকাল শুক্রবার শেষ বিকেলে মৎস্যবন্দর মহিপুরে আছর নামাজ বাদ দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম, সী-ওয়াটার বাস সত্বাধীকারী হোসাইন আমির ও জনি আলমগীরসহ আরো অনেকে।
সমুদ্র সৈকত কুয়াকাটা ঘুরতে এসে পর্যটক জুবায়ের কবির হামিম জানান, পর্যটকদের নৌ-ভ্রমনে নতুন মাত্রায় যোগ হয়েছে সী-ওয়াটার বাস। তাতে পর্যটকের সমুদ্র পথে ভ্রমন করতে আরো সুবিধা হয়েছে।
সী-ওয়াটার বাসসত্বাধীকারী হোসাইন আমির জানান এ ওয়াটার বাসটি সুন্দরবন, চরবিজয়, সোনারচর,ফকিরহাট, লালদিয়া, ফাতরারবন, পায়রা বন্দরসহ কুয়াকাটা সমুুদ্র পথে একসাথে ১০০ জন ভ্রমন পিপাসুদের নিয়ে ভ্রমন করা যাবে।
Leave a Reply