রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুই ইউনিয়নে সদস্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং তেকানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য ঘোষিত ওয়ার্ডে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুজিবুল হক জানান, উপ-নির্বাচনের লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ-নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে। সে মোতাবেক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল ২৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply