সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ অবৈধভাবে জায়গা দখল করে ষ্টল নির্মান কাজ বন্ধ করতে গিয়ে৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা কতৃক বেদম পিটুনির শিকার হয়েছে বিসিসি’র আর আই শাখার কর্মচারী রানা। আহত কর্মচারী জানায় তাকে বর্তমান পরিষদের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিয়োগ প্রদান করে সড়ক পরিদর্শক (আর আই) শাখায় দায়িত্ব দেয়। অফিস নির্দেশনা মোতাবেক প্লান বহির্ভূত ভাবে সিটি কর্পোরেশন এলাকায় ইমারত নির্মান কাজের তদারকির এবং পরিদর্শনের দায়িত্ব পালন করে আসছে।
তার কাছে গতকাল দুপুরে সংবাদ আসে আ’লীগ নেতা কালাম মোল্লা জায়গা দখল করে অবৈধ ভাবে বেশ কয়েকটি ষ্টল নির্মান কাজ করছে। সে বিকেলে গড়িয়ার পার এলাকায় গিয়ে সত্যতা নিশ্চিত হবার পরে সড়ক পরিদর্শক (আর আই)রেজাউল কবীর কে সাথে নিয়ে কাজ বন্ধের জন্য বলা হলে কালাম মোল্লা এলোপাতাড়ি পিটিয়ে রানাকে বেদম মারধর করে। এক পর্যায়ে কালাম মোল্লার সহযোগীরাও রানাকে রাস্তায় ফেলে মারধর করতে থাকলে কবীর কোন ক্রমে তাকে মটর সাইকেলে করে ওখান থেকে নিয়ে আসে। বিষয়টি বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব কে অবহিত করেছে।
মেয়র বরিশালের বাইরে থাকায় তাকে জানায় নি তবে তিনি বরিশালে আসলে ঘটনা তাকে অবহিত করা হবে বলেও জানায়। অপরদিকে বিসিসি’র ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার সাথে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।অপর দিকে উপস্থিত এলাকাবাসী সূত্র জানা গেছে মেয়রের নাম ভাঙিয়ে দুপুরে নানান হুমকি ধামকি দিয়ে উৎকোচ দাবী করে রানা।
উপস্থিত সকলেরা কাউন্সিলরের নাম বলা সত্বেও মেয়র তাকে পাঠিয়েছেন এমন টা বলে। পরবর্তীতে বিষয়টি যখন জানা জানি হবার উপক্রম ঘটে তখন আকস্মিক ভাবে আর আই রেজাউল কবীরকে নিয়ে এসে কাউন্সিলের সামনে উৎকোচ চাওয়ার বিষয় অস্বীকার করে উচ্চবাচ্য করার এক পর্যায়ে কাউন্সিল সালিন ভাষায় আচরন করতে বলে তবে তা না শুনেই উচ্চবাচ্য করার এক পর্যায়ে অশ্লীল কথা বলে জনসম্মুখে। এর এক পর্যায়ে কাউন্সিলেরর সাঙ্গপাঙ্গরা রানাকে চড় থাপ্পড় দিয়ে পাঠিয়ে দেয়।
Leave a Reply