শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ‘চোর শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকার হযরত হানজালা (রাঃ) জামে মসজিদে। চোরচক্র মসজিদের দান বাক্সের ৪টি তালা ভেঙে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদের কমিটির সভাপতি শাহজাহান সিরাজ।
তিনি বলেন, শনিবার দুপুরের কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত থাকতে পারে।
তবে, যারাই জড়িত থাক না কেন মসজিদে চুরি একটি ন্যাক্কারজনক কাজ। মসজিদের কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ।
চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে বলেন তিনি।
Leave a Reply