রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নগরীর কাউনিয়া মনষাবাড়ির গলি এলাকায় আগুনে পুড়ে চারটি বসতঘর ভস্মীভ‚ত হয়েছে। কিন্তু এতে কি পরিমাণ ক্ষয়-ক্ষতির হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার বাসিন্দা সবুজের টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার পাশে আগে সেই আগুন পাশের একই মালিকের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তিনটি ইউনিট এসে পৌঁনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সবুজের ঘরে থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে সেই আগুন পাশের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে।কিন্তু এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply