শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালী উপজেলায় কলেজ ছাত্রীকে (২০) ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমি এ সাজা দেন। সাজাপ্রাপ্ত বখাটে উপজেলার গোসনতারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিরন মহাজন (৩০)।
সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন মিরন। মঙ্গলবার বখাটে মিরন ওই ছাত্রীকে (২০) রাস্তার মোড়ে পথরোধ করে অশালীন কথা বার্তাসহ ইভটিজিং করে। মেয়েটি তাৎক্ষণিভাবে থানা পুলিশকে মোবাইলফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মিরনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে ইভটিজিংয়ের দায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, একই অপরাধে ২০১৪ সালের ২০ মার্চ কাউখালীতে ভ্রাম্যমাণ আদালত বখাটে মিরন মহাজন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
Leave a Reply