রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে বুধবার সকাল ৭টায় বাসের চাপায় পিষ্ট হয়ে ইজি বাইকের দুইজন যাত্রী নিহত হয়েছে। এরা হলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. বায়জিদ (১৪) ও একই ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের সেলিম তালুকদার (৪৭)। এ ছাড়া গুরুতর আহত হয়েছে মামুন (২৩), নিজাম উদ্দিন (৩৫) এবং আরাফাত (২৪)। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা পরিবহন নামের গাড়িটি পটুয়াখালী থেকে ছেড়ে কুয়াকাটা যাইতেছিল।উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক স্থান অতিক্রম করার সময় প্রচন্ড কুয়াশার কারণে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ইজিবাইকটি কলাপাড়া শহরের দিকে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই মারা যায় ইজিবাইকের চালক সেলিম তালুকদার। তাঁর সঙ্গে থাকা যাত্রী মো. বায়েজিদ গুরুতর আহত হয়। তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়রা জানায়, ইজিবাইকে করে সেলিম তালুকদার ও বায়েজিদসহ অন্যরা মাছ বিক্রি করার জন্য কলাপাড়া পৌরশহরের বাজারে যাচ্ছিলেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মারা যাওয়া দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। তাঁর মাথা থেতলে গেছে। অপর জন বায়েজিদকে হাসপাতালে আনার পর মারা গেছেন। আহতদের মাথায়, চোখ এবং শরীরে গুরুতর জখম হয়েছে। আহতরা কেউই শঙ্কামুক্ত নয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে। গাড়ির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply