বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। একাধিক ছাত্রীকে যৌণ হয়রাণীর অভিযোগ প্রমানিত হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ার কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. ঈছাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে এ অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক বরখাস্তের অফিস আদেশ দিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌণ হয়রাণীর ঘটনায় পরদিন (১৭ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে অভিভাবক ও এলাকাবাসী। এ ঘটনা গোটা কলাপাড়ায় ছড়িয়ে পড়লে তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( দায়িত্বপ্রাপ্ত) সরেজমিনে স্কুলে গিয়ে বিক্ষুদ্ধ অভিভাবকদের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন। দীর্ঘ এক মাস পর তদন্তে শিক্ষক ঈছাকে সাময়িক বরখাস্ত করায় স্বস্তি প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, এ শিক্ষককে বাঁচাতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘটনা অণ্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে।
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন খলিফা জানান, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষক আবু সালেহ মো. ঈছাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
Leave a Reply