সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রধানদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাশ। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ, মিড-ডে চালু করণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম এবং আইডি কার্ড চালু করণ বিষয়ে আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান।
Leave a Reply