বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। নাকে স্প্রে করে অচেতন করার ১২ ঘন্টা পরে বাস স্টাফদের সহায়তায় রোববার রাতে উদ্ধার হলো এক সন্তানের জননী গৃহবধু রিবা (২৫)। বর্তমানে রিবার চেতনা ফিরেছে। কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক রেফায়েত হোসাইন ও ভিকটিম রিবা জানান, রোববার সকাল সাড়ে নয়টার সময় তার বাবাকে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামের এ গৃহবধু ডাক্তারের চেম্বারে বাবাকে বসিয়ে রেখে গেটের বাইরে যান। এসময় অজ্ঞাত এক ব্যক্তি নাকে তরল জাতীয় কিছু একটা স্প্রে করে। এরপর আর কিছু বলতে পারছেনা। শেষ বিকেলে অর্ধচেতন হলে পটুয়াখালীতে বাসের মধ্যে দেখতে পায়।
বাস স্টাফরা ফের কলাপাড়ায় নিয়ে আসেন। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এনিয়ে ওই গৃহবধূর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তবে অসংলগ্ন কথাবার্তা বলছেন। ওই গৃহবধুর স্বামীর নাম মো. মুসা।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাতে খবর শোনার পরে একজন অফিসার পাঠানো হয়। ওই মহিলার বাবা-মার উপস্থিতিতে তার চিকিৎসা চলছে। কোন অভিযোগ দেয়নি।
Leave a Reply