মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ব্লুগোল্ড কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলা ২০১৯ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় তিন দিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পটুয়াখালীর উপ-পরিচালক হৃদয়েশ^র দত্ত্ব, ব্লু গোল্ড প্রজেক্টের জোনাল কো-অর্ডিনেটর মো. সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ^াস, কৃষিবিদ আতিকুন্নাহার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান।
মেলায় কৃষিতে আধুনিকীকরন, যান্ত্রিকীকরন, সুষ্ঠু পানি ব্যবস্থাপনাসহ ব্লুগোল্ড প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা প্রদর্শন করা হয়। অন্তত ২৫টি স্টল প্রদর্শন করা হয়েছে। পরে সরকারের ঘোষিত বাজেটকে অভিনন্দন জানিয়ে এমপি মহিব্বুর রহমানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল কলাপাড়া পৌর শহর প্রদক্ষিণ করা হয়।
Leave a Reply