মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে জামায়ত নেতা কর্তৃক রেকর্ডিয় জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে কলাপাড়া নেছার উদ্দিন ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ কারীরা তাদের লিখিত অভিযোগে বলেন, কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে কলাপাড়া সিনিয়র মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ৫০ শতাংশ জমির বি.এস রেকর্ডিয় মালিক এস এম ফজলুর রহমান শানু,নজরুল ইসলাম নিজাম সিকদার,আবদুল জলিল ও আবদুল সালাম বেপারী।
যাহার বিএস ডিবি খতিয়ান ১২২২/১২২৩, দাগ নং-৭২৩১, ৭২৩২, ৭২৩৩, ৭২৩৮ ও ৭২৩৯। দীর্ঘ ৭৮ বছর যাবৎ অভিযোগকারীরা এই জমি ভোগ দখল ও নিয়মিত খাজনাদি পরিশোধ করে আসছে। কিন্তু হঠাৎ শনিবার সকালে কলাপাড়া নেছার উদ্দিন ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ একাধিকবার নাশকতা মামলায় কারাবরন প্রাপ্ত জামায়াত নেতা কাইয়ুম মাওলানা ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ (রুমি) এর নেতৃত্বে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে তাদের দখলে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
মাদ্রাসার সহকারী অধ্যক্ষ কাইয়ুম মাওলানা’র সাথে কথা হলে তিনি বলেন, ওই জমি নিয়ে একটি মামলা চলমান আছে। ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে সীমানা প্রাচীর সড়িয়ে ফেলেছি, বিরোধীয় জমিটি মাদ্রাসার ।
Leave a Reply