মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যদায় কলাপাড়া পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা , মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবস টি পালন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২ টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন , সকাল ৯ টায় কেক কাটা , সাড়ে ১০ টায় আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি।
পৌর সভার আয়োজনে সকাল ৭ টায় নতুন বাসস্টান্ডে বঙ্গবন্ধুর মুরালে পুস্প মাল্য অর্পন, সকাল ১০ টায় শেখ কামাল অডিটরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী -৪ আসনের সাংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল
ইসলাম বিশ্বাস। এছাড়া উপজেলা শহর আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
Leave a Reply