মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মজিতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মামলা করে বিপাকে পরে সংবাদ সম্মেলন করেছে আ.রাজ্জাক কাজী।
সোমবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৭ এপ্রিল শনিবার দুপুরে আবুল বাশার হাওলাদার, ইমরান হাওলাদারসহ একদল সন্ত্রাসীরা তার বাড়িতে জমা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও ঘর পুড়িয়ে দেয়।
ওই সময় রাজ্জাকের শ্বশুর নাসির হাওলাদার প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাকে ইট দিয়ে হাত-পা গুড়িয়ে দেয়। এ ব্যাপারে আ.রাজ্জাক কলাপাড়া থানায় অভিযোগ করলে ঘটনা স্থল থেকে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। আ.রাজ্জাক বাদী হয়ে আবুল বশার হাওলাদারসহ সতের জনের নাম উল্লেখ করে কলাপাড়া একটি মামলা দায়ের করেন।
ওই অভিযোগে সম্পূর্ন ঘটনা এজাহার ভূক্ত না হওয়ায় আ. রাজ্জাক কাজী ২৯ এপ্রিল কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্টেটের আদালতে সিআর. ২৯৫/২০১৯ মামলা দায়ের করেন। বিচারক পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মামলার কার্যক্রম স্থাগিতের আদেশ দেন।
পরবর্তীতে আ.রাজ্জাক কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে তদন্তকারি কর্মকর্তা পরিবর্তন সহ নিরেপেক্ষ তদন্তকারী কর্মকর্তা নিয়োগের আবেদন করেন।এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
Leave a Reply