বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উর্ত্তীন ওষুধ মজুদ রাখা সহ নিবন্ধনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ছয়টি ওষুধের দোকানে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ।
রোববার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর সামনের দোকান গুলিতে এ জরিমানা করা হয় । এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ওধুষের দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ার অভিযোগে তিনটি দোকানে সিলগালা করে দেয়া হয় । অর্থদন্ড প্রাপ্ত দোকান গুলো হলো ফাতেমা ফার্ম্মেসী ২০ হাজার টাকা, রাবেয়া ফার্ম্মেসী ১০ হাজার টাকা, তুবা মেডিকেল হল ৫ হাজার টাকা, মৃধা মেডিকেল হল ৫ হাজার টাকা, মল্লিকা মেডিকেল হল ৫ হাজার টাকা, বুসরা মেডিকেল হল ২ হাজার টাকা ।
সিলগালা করা দোকান গুলো হলো হাজেরা মেডিকেল হল ,মুক্তা মেডিকেল হল এবং ফারুক মেডিকেল হল । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো.আকিব হোসেন, পটুয়াখালী জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো.মুহিত ইসলাম ।
এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply