বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের অংশগ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সমাবেশে কৃষি জমি, গবাদী পশু, হাস-মুরগী এবং মৎস্য চাষ বিষয়ে কৃষকদের প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধানের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সরকারি কর্মকর্তাগন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান। কৃষক সমাবেশের উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারি প্রকল্প ম্যানেজার আহসানুল ওয়াহেদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এন,এস,এস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না।
কৃষকদের উম্মুক্ত প্রশ্নউত্তর পর্বটি পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মামুনর রশিদ। মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষকদের প্রশ্ন পর্বের উত্তর প্রদান করেন কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। এসময বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস প্রমূখ ।
##
Leave a Reply