মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। শিশু পাচার ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০২২) অলোকে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সহ সকল প্রকার জাতীয় হেল্পলাইনগুলোর কর্যকরী বাস্থবায়ন বিষয়ে সংবাদ সম্মেললন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে পিসিটিএসসিএন কনসরটিয়াম এর আয়োজনে সংবাদ সম্মেললন প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোজেক্ট কোঅর্ডিনেটর মো. শীরফুল্লাহ রিয়াজ।
তিনি শিশুকে মানবসম্পদ হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভুমিকা রাখবে এমন ৬ দফা দাবী পুনঃউত্থাপন করেন। সংবাদ সম্মেললন কলাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
##
Leave a Reply