মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। ঘুর্ণিঝড় ফণির প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দর, কুয়াকাটাসহ তৎসংলগ্ন এলাকায় থেমে থেমে দক্ষিণের দমকা বাতাস বইছে। প্রচন্ড ভ্যাপসা গরম পড়ছে। ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ফণি এমন শঙ্কার খবর প্রচার হচ্ছে সর্বত্র। সাত নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যাওয়ার মাইকিং এ জনপদের মানুষ শঙ্কাগ্রস্ত হয়ে উঠেছেন। সর্বশেষ বৃহস্পতিবার বেলা দুইটায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ।
উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার ছাড়াও ইউপি চেয়ারম্যানগণসহ সরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জরুরি ভিত্তিতে শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ১৫৩ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুকিপুর্ণ ১৫ কিমি বেড়িবাঁধ এলাকর মানুষসহ বেড়িবাঁধের বাইরের অন্তত সাত হাজার পরিবারের বিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশণা দেয়া হয়েছে।
এনিয়ে চার দফা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি সকল কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।
কলাপাড়া-মৌডুবি-রাঙ্গাবালী রুটে সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির এর ১৫৮ ইউনিটকে পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঘুর্ণিঝড় ফণি আঘাত হানতে পারে এমন শঙ্কায় পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকার মানুষের মধ্যে এক ধরনের উৎকন্ঠা বিরাজ করছে।
Leave a Reply