সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা ॥ পটুয়াখালীর কলাপাড়ার অধিকাংশ জেলে এখন পর্যন্ত বিশেষ ভিজিএফের চাল পায়নি। জনপ্রতিনিধিদের গাফিলতির কারণে জেলেরা মাছ ধরা থেকে বিরতকালীন সরকারের চাল বিতরণের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ১২ ইউনিয়নের ছয় হাজার ৯৫ জেলে ফি মাসে ৪০ কেজি করে মোট চার মাসে এ চাল পাওয়ার কথা।
ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এ চাল জেলেদের বিতরণের জন্য সরকারীভাবে ইউপি চেয়ারম্যানদের ফেব্রুয়ারি মাসে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু খাদ্য গুদাম থেকে এখন পর্যন্ত চাকামইয়া, লালুয়া ও ধানখালী তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা ফেব্রুয়ারি মাসের চাল উত্তোলন করেছেন।
বাকি সব ইউনিয়নের চাল উত্তোলন না করায় বেকার থাকা জেলে পরিবারের সদস্যরা সরকারের দেয়া বিশেষ ভিজিএফের চাল পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। মাছ ধরা বন্ধ। বেকার থাকায় জেলে পরিবারে এখন খাদ্য সঙ্কট চলছে। একাধিক চেয়ারম্যান জানান, উপজেলা নির্বাচনসহ বিশেষ কাজে ব্যস্ত থাকায় এ চাল উত্তোলন করা হয়নি। তবে দুই/ একদিনের মধ্যে চাল উত্তোলন করে বিতরণ করবেন।
কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি নুরু মিয়া জানান, জেলেদের এখন ঠিকই কষ্ট হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই চাল পাবেন বলে শুনেছেন।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান জানান, সকল চেয়ারম্যানকে চাল উত্তোলন করে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply