শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারণে কর্মহীন সুঃস্থ লোকজনের মাঝে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ৫টি ইউনিয়নে সরকারী ভাবে নিত্যপন্য বিতরন করেছেন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ। করোনো ভাইরাস আতঙ্কে শ্রমিকরা ঘরের বাহিরে গিয়ে কাজ করতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে।
এ কারণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যেগে রোববার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের কর্মহীন দরিদ্র লোকজনের মাঝে চাল, আলু ও ডালসহ নিত্যপন্য বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.মোশারফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। বাকাল ইউনিয়নের কর্মহীন লোকজন নিত্যপন্য চাল, আলু ও ডাল পেয়ে খুশি হয়েছেন।
শনিবার দিনব্যাপি উপজেলার বাগধা এবং রত্নপুর ইউনিয়নের সাধারণ মানুষের উদ্দেশে জনসচেতনা মুলক আলোচনা এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে দুঃস্থ পরিবারকে ১০কেজি করে চাল, ৫কেজি করে আলু ও ২কেজি করে মশুর ডাল খাদ্য সহায়তা দুই ইউনিয়নে প্রদান করা হয়।
জনসচেতনা এবং দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ ইউপি চেয়ারম্যান এবং মেম্বার উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ মার্চ উপজেলার গৈলা মডেল ইউনিয় পরিষদে করোনা ভাইরাসের কারণে কর্মহীন সুঃস্থ লোকজনের মাঝে চাল, আলু ও ডালসহ নিত্যপন্য বিতরন করা হয়।
Leave a Reply