শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকা-বরিশাল নৌপথসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আজমল হোসেন মিঠু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বেলা সাড়ে ১২টায় মুঠোফোন ম্যাসেজে জানান, করোনা থেকে জাতিকে নিরাপদে রাখতে সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত লঞ্চসহ কোনো ধরনের নৌযান চলতে পারবে না। এ দিকে মঙ্গলবার দুপুরে বরিশাল নৌ-বন্দরে গিয়ে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ দেখা গেছে। লঞ্চের বিভিন্ন কাউন্টার ঘুরে জানা গেছে, লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় টিকেট বিক্রি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
Leave a Reply