শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জন্য এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ দেওয়া হয়েছে।
পাশাপাশি আপদকালীন শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন , হাসপাতালের চিকিৎসকদের জন্য এক হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে আমরা হাতেও পেয়েছি। এছাড়া শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।
এ সার্ভিসের আওতায় দু’টি মিনিবাস নির্ধারিত রুট ও সময় মতো চলাচল করবে। এ বাস দুটি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এর ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি। এদিকে চিকিৎসকদের জন্য পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শেবাচিম হাসপাতালের আন্তঃ ও বহিবিভাগের চিকিৎসকরা।
Leave a Reply