শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। “করোনা ভাইরাস” প্রতিরোধে বন্ধুমেলা সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে বরিশাল বাস-টারর্মিনাল, লন্চ টারমিনাল, ত্রিশ গোডাউন, বেলস পার্ক সহ বিভিন্ন যায়গাতে খাবার বিতরণ করা হয়।
বরিশালে “বন্ধুমেলা’র”এর পক্ষ হতে সাধারন মানুষের হাতে খাবার তুলে দেন বন্ধুমেলা পরিবারে’র সদস্যরা এই সময় “বন্ধুমেলা”র সভাপতি মো.আরাফাত হোসেন বলেন “করোনা ভাইরাস” প্রতিরোধে জনসচেতনতাকে একমাত্র হাতিয়ার হিসেবে সকলকে নিতে অনুরোধ জানান এবং বিনা প্রয়োজনে যাতে কেহ ঘর হতে বের না হয় সে বিষয় সকলকে অনুরোধ করেন। বন্ধুমেলা’র সাধারণ সম্পাদক কাজী তারিফ বলেন “মানুষ মানুষের জন্য” তাই সাধারন মানুষের পাশে দড়ানোর জন্য সকলকে আহবান জানান।
অর্থ সম্পাদক এম শাকিলের নেতৃত্বে – বরিশালের বিভন্ন স্থানে খাবার বিতরন করা হয়। খাবার বিতরণে আরো উপস্তিত ছিলেন বন্ধুমেলার সহ-সভাপতি খান শাওন, সাবেক সহ- সভাপতি মো. আসলামুল করিম,সহ – সাধারন সম্পাদক,সৈয়দ মেহেদি, সাংগঠনিক সম্পাদক সুজন ভক্ত, সহ-অর্থ সম্পাদক অনিক, প্রচার সম্পাদক ইমন,সাদ্দাম হোসেন, আবুল বাসার, রাজিব কুমার, দেলোয়ার, রিপন, সেন্টু, প্রমুখ সহ, “বন্ধুমেলা” পরিবারের সদস্যরা। দেশের চলমান পরিস্থিতিতে বন্ধুমেলার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply