শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:উপজেলা নির্বাচনের আচারণ বিধি ভেঙ্গে প্রচার কাজে অংশ নেওয়ায় নেত্রকোনা-৫ আসনের সরকারী দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল ও নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দসকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংসদীয় এলাকা ছাড়তে তাদের বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারণায় রয়েছেন।
Leave a Reply