সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতি ক্রমে সংসদ সদস্য মো. শাহে আলমকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,অভিভাবক সদস্য সুকুমার মল্লিক,ওসমানগনি ফকির,প্রভাষক মিজানুর রহমান ও কাজী মাহিনুর বেগম,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য মোসলেমা খানম,শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আ. কাইউম,মশিউর রহমান ও শামিমা আক্তার।
এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংসদ সদস্য মো. শাহে আলম ঐতিহ্যবাহী বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আওয়ামী লীগ ও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত এর আগে আমৃত্যু এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন দৈনিক যুগান্তর ও সমকালের সাবেক সম্পাদক এবং পিআইবির সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার।
Leave a Reply