শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:জাতীয় সংস্থার মাধ্যমে গ্যাস উত্তোলন করে শতভাগ দেশের কাজে লাগানোর আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা। একই সাথে সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প বাতিল এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের সকল প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানানো হয় ওই কর্মসূচিতে।
আজ (২৬ আগস্ট) রোববার বিকাল ৫টায় বরিশাল শহরের সদর রোডে ঐতিহাসিক ফুলবাড়ি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করে জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা।
বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. এ.কে আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, হারুন-অর- রশিদ মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, দিপংকর কুন্ড, নবীন আহমেদ ও নিলিমা জাহান।
সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালীন সময়ে বলেছিলেন তারা ক্ষমতায় গেলে ফুলবাড়ি চুক্তি বাতিল করবেন। আজ তারা ক্ষমতায় গিয়ে সেই চুক্তি বাতিল না করায় দেশের খনিতে মজুদ থাকা ৫০ বছরের গ্যাস আজ ৫ বছরে মজুদে এসে ঠেকেছে। যা দেশ ও জাতির জন্য অভিশাপের।’
সমাবেশ শেষে বিক্ষোভ-মিছিল করে জাতীয় সম্পদ রক্ষার বীর শহীদ আমিন, সালেকিন, তরিকুল, বীর মুক্তিযোদ্বা বাবলু রায় ও শ্রীমন বাস্কেসহ সকল শহীদদের স্মরণে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Leave a Reply