সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল উজিরপুরে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি কে স্মরণ করিয়ে দিতে স্মৃতিসৌধ ও জাদুঘরের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সোমবার (১৩ ই জানুয়ারি)দুপুরে উজিরপুরের মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সনদে এই স্মৃতিসৌধ জাদুঘরের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুলের ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক প্রশাসক এস এম অজিয়র রহমান
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল সাইদুল ইসলাম, সাবেক ইউনিট ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা পরিষদ বরিশাল জেলা শাখার ডাক্তার আ.ন.ম. হাকিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান।
Leave a Reply